Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় এই তথ্য জানা গেছে।

বার্তায় জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একইসঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এদিকে বড় দিন উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারতসহ বিভিন্ন দেশ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।

ঢাকার চীনা দূতাবাস বড়দিনের বার্তায় বলেছে, শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বানে গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী। শুভ বড়দিন!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর