ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গীর্জায় বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন।
এ সময় তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসায় খুবই ইতিবাচক প্রভাব পড়বে।’
শফিকুল আলম আরও বলেন, ‘‘সামনে বড় নির্বাচন। দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরও স্মুথ হবে।’’ একইসঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনের শূন্যতা পূরণ হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে তো সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে, উনি (তারেক রহমান) আসলে সেটা পূরণ হবে।’
তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী কেন পদত্যাগ করলেন, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা গতকাল রাত ১২টার দিকের ঘটনা। তিনি এখনো কারণ জানতে পারেননি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারা চান, সব সম্প্রদায়ের সবাই যেন তাদের ধর্ম, আচার, অনুষ্ঠান নির্ভয়ে, আনন্দে পালন করতে পারেন।’
পরে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গীর্জায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সবার সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তারেক রহমানের আগমন রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: প্রেস সচিব
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩
সারাবাংলা/এনএল/এইচআই