Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে আনুষ্ঠানিক চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১৫

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে এক অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের নির্দেশনা চিঠিতে উল্লেখ রয়েছে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর