Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভার বহন বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয়’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৩:২১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৩১

ঢাকা: বাংলাদেশ জানিয়েছে, আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার ভার দেশের পক্ষে আর বহন করা সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বুধবার (১৯ নভেম্বর) ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোহিঙ্গা মুসলিমদের অধিকার সংরক্ষণ বিষয়ে গৃহীত এক প্রস্তাবের অনুষ্ঠানে এ অবস্থান তুলে ধরে বাংলাদেশ।

স্থায়ী মিশন জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে। ওআইসি ও ইইউ যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে, আর ১০৫টি দেশ এতে পৃষ্ঠপোষকতা করে।

বিজ্ঞাপন

২০১৭ সাল থেকে গৃহীত এ বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের লক্ষ্য করে হামলা, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল সদস্য রাষ্ট্রগুলোকে সমর্থনের জন্য ধন্যবাদ জানায়। তবে গত আট বছরে রোহিঙ্গাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় গভীর হতাশাও প্রকাশ করে।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর