Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ জেলায় নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১০:৪১

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে আবারও বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় দায়িত্ব বদল করা হয়েছে, আর বাকি জেলাগুলোতে নতুন কর্মকর্তাদের ডিসি করা হয়েছে।

এ ছাড়া পাঁচ দিন আগে ডিসি হিসেবে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন ডিসিরা—তাই নির্বাচনের আগে এ পদে নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে যেসব কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে নিয়োগ বা বদলি করা হয়েছে—

  • মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ডিসি নারায়ণগঞ্জ → ডিসি চট্টগ্রাম

  • এস এম মেহেদী হাসান, পরিচালক, লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র → ডিসি লক্ষ্মীপুর

  • সৈয়দা নুরমহল আশরাফী, উপসচিব, পরিকল্পনা বিভাগ → ডিসি মুন্সিগঞ্জ

  • মো. সাইফুর রহমান, উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয় → ডিসি নেত্রকোনা

  • মো. শাহাদাত হোসেন মাসুদ, উপসচিব, অর্থ বিভাগ → ডিসি চাঁপাইনবাবগঞ্জ

  • মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয় → ডিসি নওগাঁ

  • মো. আনোয়ার সাদাত, উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয় → ডিসি খাগড়াছড়ি

  • মু. রেজা হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ → ডিসি কুমিল্লা

  • মো. রায়হান কবির, উপসচিব, জনবিভাগ → ডিসি নারায়ণগঞ্জ

এ ছাড়া—

  • শাহেদ মোস্তফা, উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় → ডিসি পাবনা

  • মো. রেজাউল করিম, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় → ডিসি ঢাকা

  • মোহাম্মদ এনামুল আহসান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ → ডিসি রংপুর

  • মোহাম্মদ আশেক হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ফরিদপুর) → ডিসি যশোর

  • সৈয়দ এনামুল কবির, একান্ত সচিব (উপসচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা → ডিসি মেহেরপুর

  • মুহাম্মদ শফিকুল ইসলাম, সচিব (উপসচিব), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন → ডিসি নোয়াখালী

  • মোহাম্মদ আলম হোসেন, উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় → ডিসি গাজীপুর

  • মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপপ্রকল্প পরিচালক, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প → ডিসি গাইবান্ধা

  • অন্নপূর্ণা দেবনাথ, উপ ভূমি সংস্কার কমিশনার, ভূমি সংস্কার বোর্ড → ডিসি কুড়িগ্রাম

  • জাহাঙ্গীর আলম, একান্ত সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা → ডিসি মাদারীপুর

  • তৌহিদুজ্জামান পাভেল, পরিচালক, দুর্নীতি দমন কমিশন → ডিসি মৌলভীবাজার

  • মো. খায়রুল আলম সুমন, সহকারী পরিচালক, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট → ডিসি বরিশাল

  • তাছলিমা আক্তার, উপসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ → ডিসি বরগুনা

  • নাজমা আশরাফী, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ → ডিসি রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর