Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ইস্যুতে ইসি-ইইউ বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: সোমবার (২২ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে। দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। এবারের নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ প্রত্যাশা নিয়ে সেপ্টেম্বরে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে।

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে তারা সহায়তা করবে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর