ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক বরখাস্ত অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের পক্ষে আদালতে আবেদন করেন উপ–সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ার মাসুদ। আবেদনে উল্লেখ করা হয়, মির্জা আশিক রানা তার দাখিল করা সম্পদ বিবরণীর সত্যতা যাচাইয়ের জন্য চলমান অনুসন্ধানে সহযোগিতা না করে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। তিনি দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে—এই কারণেই জরুরি ভিত্তিতে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।
আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন, মির্জা আশিক রানা অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত দেশে অবস্থান করবেন।