Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলার বন্দরে হামলার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০২

ট্রাম্প ক্যারিবিয়ান দ্বীপে যুদ্ধবিমান পাঠাচ্ছেন। ছবি: এএফপি

ভেনেজুয়েলার একটি বন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ল্যাটিন আমেরিকায় মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে এটাই মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

অন্যদিকে, মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার ওপর আরেকটি হামলা চালিয়েছে, সেখানে কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম ভেনেজুয়েলায় হামলার কথা উল্লেখ করেন। পরে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, ‘ডক এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে কারণ এখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে। এই মাদকবাহী ন্যেকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলা মার্কিন সেনাবাহিনী নাকি সিআইএ চালিয়েছে তা প্রকাশ করতে ট্রাম্প অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি জানি কে হামলা চালিয়েছিল, কিন্তু আমি বলব না। তবে নৌকাগুলো বন্দরে নোঙর করা ছিল।’

তবে এই হামলার বিষয়ে ভেনেজুয়েলার ড়ত্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর