Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের রেকর্ড
সোনার ভরি ২ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই

সারাবাংলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮

জুয়েলারি শপ। ফাইল ছবি

ঢাকা: সোনার বাজারে অস্থিরতা যেন কমছেই না। মাত্র দুয়েকদিনের ব্যবধানে মাসে কয়েকবার মূল্যবান এই ধাতুটির দর সংশোধন হচ্ছে। এবং প্রতিবারই দাম রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে এদিন রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়নি বাজুস। ফলে রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকাই রয়েছে। যদিও এই দামও ইতিহাসে সর্বোচ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। সোমববার (২৯ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

তবে এদিন রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৭ ডিসেম্বর সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন রুপার দামও বাড়ে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর