ঢাকা: মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ শিগগিরই চালু করা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি জানিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীরা টাকা উত্তোলন করতে পারবেন—এমন একটি সংবাদ প্রচারিত হয়েছে। এই তথ্য সঠিক নয় এবং তা ভিত্তিহীন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সময়সূচি ঘোষণা করা হয়নি। কাজেই গুজব বা অসত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই উত্তোলনের সুযোগ চালু করা হবে। সে পর্যন্ত এ সংক্রান্ত যেকোনো অননুমোদিত খবর এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।