Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটজাত পণ্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩১

ঢাকা: দেশে তৈরি পাটজাত পণ্য রফতানির বিপরীতে ডিসকাউন্ট দাবি-সংক্রান্ত আবেদন করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি আমদানিকারকরা পণ্য জাহাজীকরণের তথ্যসহ সরাসরি ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। ডিলারগণ প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (হেড অফিস) মারফত ডিসকাউন্ট কমিটির কাছে আবেদন দাখিল করতে পারবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে পোশাক ও চামড়াজাত পণ্যের চালানের বিপরীতে এই সুযোগ থাকলেও, নতুন নির্দেশনায় পাটজাত পণ্যের রফতানিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পাটজাত পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন সরকারি কমিটির সঙ্গে যুক্ত থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসকাউন্ট কমিটি পাটজাত পণ্য রফতানি সংক্রান্ত আবেদনসমূহ বিবেচনা করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর