Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হওয়া জবি দিবস ২৭ অক্টোবর, থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান

জবি করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৪:৪২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। তবে আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন এবার থাকছে না।

বুধবার (২২ অক্টোবর) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জোবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে আমি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে তদারকির নির্দেশ দিয়েছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থী জোবায়েদ হোসাইন ছাত্রী বর্ষার বাসার তিনতলায় উঠতে গিয়ে সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন। বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়। তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে ছিলেন তিনি। ওই ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর