Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৩২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

ঢাকা: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, গতকাল সোমবার বিকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ঢাকার ইকুরিয়া থানা, বনগ্রাম বাজার, কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে মো. সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মো. মোফাজ্জেল হোসেন (৩০) নামের দুইজন ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করুন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

গুলশানে জরুরি সভায় তারেক রহমান
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর