Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- মো. রাফি (২২), মো. আব্দুল্লাহ (২১), কাব্য রহমান (১৯), মো. আল আমিন (২৬), মো. আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫), আবরার আবেদীন খান (২১), মো. আশরাফ আলী (২৬), মো. মাহিম দেওয়ান (১৯), মো. জনি (১৯), মো. আবুল হাসান (২০), মো. মামুন (৩৫), মো. পারভেজ (৩৩), মো. জিসান (২০), মো. মোশারফ হোসেন (২৭), রাবায়াত ইসলাম (২৩), মো. নাহিদ (২৬), মো. একরামুল হক সম্রার্ট (২৬), সিজান (২০), তাসকিম খান (২১), মো. রিয়াদ খান (২১) ও শ্রী অমূল্য রবী দাস (৪৫)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠায়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ পুড়িয়া হেরোইন, ১ বোতল মদ, ৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া লিনেক্স ব্র্যান্ডের ১টি মোবাইল উদ্ধার করা হয় ‘

তিনি বলেন, ‘ইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর