Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির পর বের হতে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা করা হয় মা-মেয়েকে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, বাসা থেকে বের হওয়ার সময় চুরি করার অভিযোগে গৃহকর্ত্রী তাকে তল্লাশি করতে চাইলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি। তবে এ তথ্যের সত্যতা আরও যাচাই করছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) আয়েশাকে গ্রেফতারের পর ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘ক্লু-লেস এই জোড়া খুনের রহস্য উদঘাটনে আমরা প্রথমে আয়েশার স্বামীকে সাভার থেকে আটক করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তদন্তে উঠে এসেছে—ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিল আয়েশা। এর ভিত্তিতে পুলিশ ধারণা করছে, সে সম্ভবত একই উদ্দেশ্যে এই বাসায়ও প্রবেশ করেছিল।

গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের ওই ফ্ল্যাট থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাফিসার গলায় ছিল একাধিক গভীর ক্ষত, আর লায়লার শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় আয়েশা হাতে গ্লাভস পরে ছিল।

পারিবারিক সূত্র জানায়, নাফিসার বাবা আজিজুল ইসলাম প্রতিদিনের মতো সকালে স্কুলে যান। সকাল সাড়ে ১১টায় বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের নিথর দেহ দেখতে পান। পরে তিনি বাদী হয়ে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানা মামলা করেন।

মাত্র চারদিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আয়েশাকে কাজের জন্য নেওয়া হয়। তবে মেয়েটির কোনো পরিচয়পত্র বা ফোন নম্বর দেওয়া হয়নি। বরং আয়েশা জানিয়েছিল—আগুনে তার মা-বাবা মারা গেছে এবং সেও দগ্ধ হয়েছিল, তাই তার কাছে কিছুই নেই।

ঘটনার দিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার-কামিজ, প্রিন্টের ওড়না ও কেডস জুতা পরা এক তরুণীকে ভবনের সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তার পিঠে ব্যাগ ছিল এবং মুখে মাস্ক। ভবনের প্রবেশপথে থাকা তিনজনের একজন তাকে গেট খুলে দিলে সে স্বাভাবিকভাবে বের হয়ে অটোরিকশায় উঠে চলে যায়।

পুলিশ বলছে, ‘এই তরুণীই গৃহকর্মী আয়েশা।’

ঘটনাটি পুরো এলাকা এবং রাজধানীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার কারণ, পরিকল্পনা ও পালানোর কৌশল—সব দিকেই তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর