Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে সিআইডির ডিটিএস সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:০০

ঢাকা: রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আজ বিকেল ৩টার দিকে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক (মর্গ) বিভাগে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর