Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:০৩

গোয়ালপাড়ার বাসিন্দা আকাশ ঘোষ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজারের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

গোয়ালপাড়ার বাসিন্দা নিহত আকাশ ঘোষ (২৬) পেশায় মোবাইল মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে গোয়ালপাড়ার বাসিন্দা সানি ও আকাশের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সানি ও তার সমবয়সী বন্ধুরা মিলে আকাশকে মারধর ও পরবর্তীতে ছুরিকাঘাত করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আকাশের পরিবারের সদস্যদের দাবি, আকাশ একই এলাকার যুবক সানির মোবাইল মেরামত করে দিয়েছিলেন। কিন্তু সানি টাকা পরিশোধ করেনি। বৃহস্পতিবার রাতে সেই পাওনা টাকা নিয়ে আকাশ ও সানির ঝগড়া হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনজার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বলে শুনেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর