Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বালুভর্তি ট্রাক উলটে ৪ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ০৯:৫২

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উলটে হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উলটে গেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। উদ্ধারকাজে অংশ নেয় পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট।

প্রাথমিকভাবে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি বাজারের ভেতরে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আরেকজনের মরদেহ স্থানীয় লোকজন বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর