Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত অন্য একটি ট্রাকের ধাক্কায় সেলিম হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর