Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে চাঁদের গাড়ি উলটে ১১ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৩১

বান্দরবান: বান্দরবানের রুমায় কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দূর্গম এলাকার কারণে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগালেক থেকে চাঁদের গাড়ীতে গাইডসহ ১৩ জনের একটি দল কেওক্রাডং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১১ জন গুরুতর আহত হন। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ‘ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটকরা কেওক্রাডং যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে জরুরি অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর