Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ২০:০৫

প্রতীকী ছবি।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক বাইশারী ইউনিয়নের বাসনপাড়া এলাকার মিনাজ উদ্দিনের ছেলে ছিলেন। পেশায় তিনি রাবার শ্রমিক।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির নতুনপাড়া পাইয়াঝিরি এলাকায় রাবারের কস সংগ্রহ করার সময় তিনি ২-৩টি বন্যহাতির মুখোমুখি হন। পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক নিশ্চিত করেছেন, বন্যহাতির আক্রমণে আব্দুল হক মারা গেছেন। তার লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর