Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকশাল দূর করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেন: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৬:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল, তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

রোববার (৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশে ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘বাংলাদেশের মানুষ বহুকাল ধরেই গণতন্ত্রের জন্য লড়াই করছে। এই লড়াই-সংগ্রামে তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। কিন্তু মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পিছু হটতে হয়েছে।’

পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর