চাঁপাইনবাবগঞ্জ: জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরক ও ককটেল তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সূর্যনারায়ণপুর-বেলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মামুন (৩২)। তিনি সদর উপজেলার বেলপাড়া গ্রামের বাবলু হকের ছেলে। একই ঘটনায় জড়িত মামুনের ভাই নয়ন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জোহরপুরটেক ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে মামুনদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে একটি মাটির কুঠিরে (ধান রাখার গোলা) লুকানো অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা বিস্ফোরক ও উপকরণ ভারত থেকে আনা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।