Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১০:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১২:৫২

আবুল কালাম আজাদ।

নোয়াখালী: সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৬ অক্টোবর) ভোরে মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন আজাদ। পরে স্ত্রী, মা ও ভাতিজাকে নিয়ে মাইক্রোবাসে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর