Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১০:৩৪

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৬ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরোপয়েন্টে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

হস্তান্তরকৃতরা হলেন— মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), মোছা. ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), মোছা. রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।

বিজ্ঞাপন

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশি নাগরিকদের আটক করে বিএসএফ। পরে শনিবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘ফেরত আসা ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর