Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। তার আগমনকে ঘিরে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণের মধ্যেই সুইপিং কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, “আমরা আশা করছি, দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।” তিনি আরও জানান, সংবাদকর্মীদের কাজের সুবিধার্থে দুটি ট্রাকের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

সাত হাজার বছরের গল্পে মোড়া আলউলা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর