Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংকল্প


১০ এপ্রিল ২০২৪ ১৭:০৫

আমার মৃত্যু হয়েছে সেই কবে
যেদিন কপাট দিলে মনের দ্বারে,
মহাসিন্ধুর ওপার হতে-
ভেসে আসা নাম, আমি তারে চিনলাম
অর্ধ চন্দ্র রাতে।
ভিখারি আমি সেইক্ষনে জানলাম
পরের কাছে নিজেকে হারলাম
জীবনের সব গান ফুরালো যে প্রাতে।
এভাবেই শেষ হবে খেলা, কে জানতো
রুদ্র বাণে হানবে কে মানতো
ছিন্ন মায়ার আবেশ, ভীষণ আঘাতে।
শুধু গেলে চলে কিছু না বলে
উৎসর্গে বলি এভাবে যেওনা দলে
রইলো পড়ে স্মৃতিটুকু সারথি হয়ে
আমার হৃদয় মাঝারে।
হে মহান, তোমাকে শত প্রণাম
তোমারই নিমিত্তে-
আজ হতে আপনারে চিনলাম
আর শতদল হয়ে জ্ঞানের সাগরে ভাসলাম।
মায়া, প্রেম, ক্রোধ, অভিমান
নিমিষে সবই ভুললাম
তাইতো পথের ধুলায় নিজেকে আনলাম।
এইক্ষণ হতে মানলাম-
একান্ত নিজের যা, উজাড় করে দিবতা,
তৃষ্ণার্ত বুবুক্ষ হৃদয় কুলেরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ ওমর শরীফ কবিতা সংকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর