Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহমদ সারওয়ার’র কবিতা— বিদায়, বন্ধু!

আহমদ সারওয়ার
৪ জানুয়ারি ২০২৩ ১২:২৩

এ জীবনে মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে– চারিপাশ, সবকিছু।
সবখানে শুধু অমিল,
জীবনের মিলনকে বারবার আঘাত হানে
ছেড়ে যাওয়া গাঁটছড়া বাঁধন।
সময় কি কারও কথা শোনে? শোনে না, কিন্তু সে শুনায়।
হৃৎপিন্ড থমকে যাওয়া খবর শুনায়।
তবু জীবন থেমে থাকে না!
শুধু জীবনের বহতায় ভেসে বেড়ায়
শৈশব কৈশোর যৌবনের স্মৃতিময় মুহূর্তগুলো।
তেত্রিশ বছর পর তোর স্বপ্নের শহরে
দেখা না হলে মনে হয় ভালো হতো বন্ধু,
ইস্ট নদীর কিনার, ম্যানহাটন
কুইন্স, এস্ট্রোরিয়া, জ্যাকসন হাইটসের
ফেলে আসা সময়গুলো এখন শুধুই স্মৃতি,
গুমরে ওঠা গাঢ় বেদনার।
আমার কাছে যখন তোর বিদায়ের খবর এলো,
শীতের কুশায়ার চাদরে মোড়া ছিল প্রকৃতি।
জীবনে আমার এক অদ্ভুত বন্ধুত্ব প্রকৃতির সাথে
বিষাদিত দূর রহস্য কূয়াশার জগতের যাত্রী। এই শিশির ধোয়া প্রকৃতিও আমার সাথে বুঝি কাঁদছে।
কতো কথা, কতো স্বপ্ন
আজ শূন্যে মিলায়।
চলেই গেলি বন্ধু?!
শেষ কথা বলা হলোনা, আর কখনও হয়না বলা।
জীবন ছিল তোর কাছে অন্য ধারার,
আর আমার কাছে ছিল তা অধরার।
অনাদরে বেড়ে ওঠা বৃক্ষ যেমন
জীবন তোর কাছে ছিল তেমন।
যেতে হবেই, এ যে বিধির খেলা,
তবুও মন মানে না, তোর চলে যাবার বেলা।
কর্ম, যজ্ঞ, ধ্যান, শোকগাথা
অনিশ্চিত এ জীবনের কতো কল্পকথা।
বড্ড কোলাহল চারিদিক,
নিদ্রাহীন কেটেছে বহুকাল তোর,
এখন আছিস ভালো;
নেই কোলাহল, নেই দুশ্চিন্তার ভার,
অখণ্ড অবসরে শুধুই হিসাবনামা।
ঘুমাও বন্ধু, ঘুমাও।
সমাধি স্থলে রেখে যাচ্ছি তোমায়।
শুধু যাবার আগে ফের বলে যাই,
বিদায় বন্ধু,
বিদায়!

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই/এএসজি

আহমদ সারওয়ার আহমদ সারওয়ার’র কবিতা কবিতা বন্ধু বিদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর