Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিতাই পদ বণিক-এর কবিতা ‘বঙ্গবন্ধু তুমি হারাবার নও’


১৪ আগস্ট ২০২২ ১৮:৫৫

মরেও অমর তুমি
হে জাতির জনক
তুমিই বাঙালীর ভাগ্য বিধাতা
তুমিই বাংলার স্বপ্নের নায়ক ।

সিরাজ-তিতুমীর পারেনি যা
তুমি তা দিয়েছো এনে
সবুজ বাংলা কাঁদে আজো
তুমি বিহনে।

বঙ্গবন্ধু- তুমি হারাবার নও
হারিয়ে তুমি যাওনি
তুমি যে রয়েছো মিশে
বাংলার মাটি ও মানুষে।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কবিতা নিতাই পদ বণিক নিতাই পদ বণিক-এর কবিতা ‘বঙ্গবন্ধু তুমি হারাবার নও’ বঙ্গবন্ধু তুমি হারাবার নও সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর