সালমান তারেক শাকিল-এর কবিতা
১ মে ২০২২ ২১:০০ | আপডেট: ২ মে ২০২২ ১৯:১৩
হাওয়া
এই বাতাসের গায়ে গা লেগে
হালকা সুরের মতন
ভেসে আসে রাত
তোমার গলার স্বরে সমস্ত অবসাদ
চোখের উপর পড়ে থাকে চাঁদের আলো
দখিনা বাতাস
বিভোর জীবনের টান
পোড়া জাহাজের মতো
দূরের গাছগুলো
ভুল করে বসে থাকি
অনুরাগ পাবার আশায়
হায়ার মতো বেহালার সুরে
বুকের ভেতরে
একি উষ্ণতা
তোমার নরম গালে পড়ে থাকে ভোরের আলো।
সারাবাংলা/এসবিডিই/এএসজি
ইদ ২০২২ ইদ আয়োজন ২০২২ ইদ সংখ্যা ২০২২ ইদুল ফিতর ২০২২ বেলা কমে এলে সারাবাংলা ইদ আয়োজন ২০২২ সালমান তারেক শাকিল সালমান তারেক শাকিল-এর কবিতা