Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উফ! ক্যাম্পাসের কাঁচকলা জলপাই ভর্তা! জিভে জল!


১৪ জানুয়ারি ২০১৮ ১২:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৪:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁচাকলা ভর্তার সুনাম এখন দিকে দিকে। কাঁচা কলা, জলপাই, তেঁতুল একসাথে মিশিয়ে, হামানদিস্তায় ছেঁচে, নানান মশলা, লবন, মরিচ আর কাসুন্দি দিয়ে তৈরি হয় এই অভিনব ভর্তা। চলুন দেখে নিই এই ভর্তা বানাবার পদ্ধতি। ক্যামেরায় ও ভিডিও সম্পাদনায় আবদুল্লাহ আল মামুন এরিন।

 

সারাবাংলা/ এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর