Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসে আজ ৪ আগস্ট


৪ আগস্ট ২০১৮ ০৮:৪৬ | আপডেট: ৪ আগস্ট ২০১৮ ০৮:৫১

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

বিজ্ঞাপন

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন
১৯২৯ – কিশোর কুমার, বিখ্যাত ভারতীয়-বাঙালি গায়ক এবং নায়ক। মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লম, ওড়িয়া এবং উর্দু জানতেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত হন। তার গাওয়া বাংলা গানগুলো সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত। হিন্দি সিনেমার সঙ্গীতে তার প্রভাব এখনও বিশাল ও ব্যাপক। সাধারণত গায়ক হিসেবে দেখা হলেও হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন।

বিজ্ঞাপন


১৯৬১ – বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ।
১৯৬৫ – ইয়ন্ ফ্রেদ্রিক রাইনফেল, সুইডেনের প্রধানমন্ত্রী।
১৯৬৭ – আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক।

মৃত্যুদিন
১৮৭৫ – হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি।
১৯৩১ – রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৪৮ – মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।

উল্লেখযোগ্য ঘটনা
১৮৭০ – লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
১৯১৪ – জার্মানি বেলজিয়াম দখল করে।
১৯৪০- ইতালিয়ান সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
১৯৭২ – উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর