Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেস্কটপে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫

মোবাইলের পাশাপাশি এখন থেকে ডেস্কটপ থেকেও ভয়েস ও ভিডিও কল করা যায়। কারণ ডেস্কটপ কল আপনার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। আসুন জেনে নেই কোন কোন কম্পিউটার থেকে ডেস্কটপ কল সাপোর্ট করে আর এজন্য কি কি প্রয়োজন হবে।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ কল করার জন্য উইন্ডোজ ১০, ৬৪-বিট ভার্সন ১৯০৩ বা তার পরের সংস্করণ সমর্থন করে এমন কম্পিউটার প্রয়োজন।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপে কল করতে যা প্রয়োজন:

* আপনার কম্পিউটারে সক্রিয় ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

* ভয়েস এবং ভিডিও কলের জন্য কম্পিউটারে একটি অডিও আউটপুট ডিভাইস এবং মাইক্রোফোন যুক্ত থাকতে হবে।

* ভিডিও কল করতে চাইলে ক্যামেরা থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

* হোয়াটসঅ্যাপকে আপনার কম্পিউটারের মাইক্রোফোন ও ক্যামেরায় প্রবেশাধিকার দিতে হবে। ভয়েস কলের জন্য মাইক্রোফোন এবং ভিডিও কলের জন্য ক্যামেরা অন করতে হবে।

* সেরা অডিও মানের জন্য হেডসেট ব্যবহার করা ভালো। বাহিরে লাগানো মাইক্রোফোন বা স্পিকার ব্যবহার করলে ইকো হওয়ার সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর