Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসির বিল কমাতে চান? জেনে নিন উপায়

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ১৯:২৯

প্রচন্ড ভেপসা গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার বা এসি-র কোনো বিকল্প নেই। তবে গরমে ঘণ্টার পর ঘণ্টা এসি চালানোর জেরে আসে মোটা অঙ্কের ইলেকট্রিক বিল। মধ্যবিত্তের কাছে যা আরেক মাথাব্যথার কারণ।

কিন্তু এমন কিছু কৌশল আছে যা মেনে চললে, দীর্ঘক্ষণ এসি চালালেও মাত্রাছাড়া ইলেকট্রিক বিল আসবে না।

আসুন জেনে নেই, বিল বাঁচানোর উপায়-

* এসি-র তাপমাত্রা সবসময় ২৪ ডিগ্রি সেলসিয়াস বা বেশি তাপমাত্রায় রাখার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

* নিয়মিত এসি-র রক্ষণাবেক্ষণ করুন।

* এসি-র রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ তত কম পুড়বে। উদাহরণ হিসাবে বলা যায়, ১ টনের ২ স্টার এসি ১ ঘণ্টা চললে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, তার থেকে কম বিদ্যুৎ খরচ হবে ৫ স্টার এসি-তে।

বিজ্ঞাপন

কোন তাপমাত্রায় এসি চালাবেন?

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি জানাচ্ছে, এসি-র তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল সাশ্রয় হয়। অর্থাৎ ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি চালালে যে বিল পুড়বে, তার থেকে কম বিল পুড়বে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

* ১৮ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে ২৪ ডিগ্রি সেলসিয়াসেে এসি চালালে ৩৬ শতাংশ পর্যন্ত ইলেকট্রিক বিল বাঁচতে পারে।

* ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দেহের পক্ষেও সহ্য করা অনেক সহজ। তাই ২৪ ডিগ্রিতে এসি চালানো সবথেকে বেশি কার্যকর।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো