শাকিব-বুবলির নতুন তিন ছবি
২৪ জুন ২০১৮ ১৫:১৩ | আপডেট: ২৪ জুন ২০১৮ ১৫:৫০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গুঞ্জন ছিল, প্রোডাকশন হাউজ শাপলা মিডিয়া এবং প্রযোজক সেলিম খান প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন না শাকিব খান। গুঞ্জনটা আর সত্যি হলো না। শাপলা মিডিয়া প্রযোজিত নতুন তিনটি সিনেমায় অভিনয় করবেন শাকিব খান।
নতুন তিন সিনেমার ঘোষণা আসবে আনুষ্ঠানিকভাবে। অনুষ্ঠানের আয়োজন করছে শাপলা মিডিয়া। সিনেমার ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। তাদের ইউটিউব চ্যানেলেই দেখা যাবে সিনেমা তিনটির গান, ট্রেইলারসহ বিভিন্ন ভিডিও। শাপলা মিডিয়া প্রযোজিত নতুন তিন সিনেমায় শাকিব খানের অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছে লাইভ টেকনোলজিস সূত্র।
সিনেমা তিনটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন শবনম বুবলী। এছাড়ারাও নতুন এক নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে আয়োজনে। মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। সংবাদ সম্মেলনে শাকিব-বুবলীসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঈদে শাপলা মিডিয়া প্রযোজিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমাটি মুক্তি পায়। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ সিনেমার শুটিং চলছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিতেও অভিনয় করছেন শাকিব-বুবলী।
নতুন করে আরও তিনটি সিনেমায় অভিনয় করবে শাকিব-বুবলী জুটি।
সারাবাংলা/পিএ