Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিশা নয়, ‘বালিঘর’ সিনেমায় মম


৪ জুন ২০১৮ ১৬:৪১ | আপডেট: ৪ জুন ২০১৮ ১৮:৪১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

যৌথ প্রযোজনার সিনেমা ‘বালিঘর’ সিনেমায় অভিনয় করছেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার শুটিংয়ে সময়ের সঙ্গে নিজের অন্য কাজের সময় মিলে যাওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে একই সঙ্গে আনন্দের খবর হচ্ছে তিশা সরে যাওয়ায় ‘বালিঘর’ সিনেমায় যুক্ত হয়েছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

খবরটি কলকাতা থেকে নিশ্চিত করেছেন ‘বালিঘর’ সিনেমার পরিচালক অরিন্দম শীল। সারাবাংলাকে অরিন্দম জানান, ‘ছবিটি যৌথ প্রযোজনা হওয়ার কারণে সরকারি অনেক অনুমতির প্রয়োজন হচ্ছে। যে কারণে সময়ও অনেক বেশি লাগছে শুটিংয়ে। সেপ্টেম্বরে সিনেমার শুটিং করার কথা ছিল। কিন্তু তিশার সাথে সময় মেলানো গেলো না। ওর ব্যাক্তিগত অনেক কাজ রয়েছে।’

তাহলে তিশা যে চরিত্রে অভিনয় করতেন, সেই চরিত্রে এখন কে অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে অরিন্দম বলেন, ‘সেই চরিত্রে অভিনয় করবেন মম।

অভিনেত্রী মমও নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন কোরবানি ঈদের পর বালিঘর সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।

বালিঘর ছবিতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ, কাজী নওশাবা। কলকাতা থেকে অভিনয় করবেন আবির চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়।

সাত বন্ধুর গল্প দিয়ে সাজানো এই ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও কলকাতার নাথিং বিয়ন্ড সিনেমা।

সারাবাংলা/পিএ/পিএম

অরিন্দম শীল জাকিয়া বারী মম বালিঘর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর