Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইধিকা পালই রাজের নায়িকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

শরিফুল রাজের নায়িকা হচ্ছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোল রেজা পরিচালিত ‘কবি’ ছবিতে তাদেরকে জুটি হিসেবে দেখা যাবে এমনটি গেলে মাস দুয়েক ধরে শোনা যাচ্ছিল। তবে পরিচালক বা প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হচ্ছিল না। তবে এবার সে গুঞ্জনই সত্যি হলো, ইধিকা পালই শরিফুল রাজের নায়িকা হচ্ছেন ‘কবি’-তে।

‘কবি’ হতে যাচ্ছে ইধিকার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

‘কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

শরীফুল রাজ অভিনীত ‘ন ডরাই’, ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামের দু’টি সিনেমা।

সারাবাংলা/এজেডএস

ইধিকা পাল কবি শরিফুল রাজ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর