এক মানবতাবাদী শিল্পীর পথচলা…
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:২০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৪
ড. জান্নাত আরা হেনরী– পেশায় রাজনীতিবিদ হলেও তার মূল পরিচয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী। বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত তিনি। পেয়েছেন অজস্র পুরস্কার। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বেতারে এবং ২০০১ সাল থেকে বাংলাদেশ টেলিভেশনে বিশেষ মানের রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত তিনি।
দেশের প্রায় সব টিভি চ্যানেলের পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আমন্ত্রিত শিল্পী হিসেবে মুগ্ধ করেছেন শ্রোতাদের। শুধু গান নয়, গানের প্রচার ও প্রসারেও রয়েছে তার ভূমিকা। একজন সংগঠক হিসেবেও কাজ করে চলেছেন তিনি। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিরাজগঞ্জের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরী। যুক্ত রয়েছেন উদীচী, জেলা শিল্পকলা একাডেমি ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সঙ্গেও।
গানের মতোই তার ভালোবাসা মানুষের প্রতিও। তাই তো হেনরী নিজের হাতেই সাজিয়েছেন তার ভুবন। গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’।
আজকের সারাবাংলা কথোপকথনে এই মানবতাবাদী শিল্পীর পথচলার গল্প…
https://youtu.be/DXk7km8hops
আরও দেখুন—
- এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…
- দোয়েলের ‘চন্দ্রাবতী’ হয়ে ওঠা…
- প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প…
- ‘মায়ের জন্যই হয়েছিলাম কণ্ঠযোদ্ধা’
- আলিফ: নৃত্যাঙ্গনের এক তরুণ তুর্কি
- বাউল আত্মার সন্ধানে এলিজা পুতুল
- দিনশেষে আমরা সবাই যাযাবর: সুমি
- আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি
- একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…
- সুষমা সরকার: একজন পরিশীলিত অভিনেত্রী
- সাধারণ শ্রোতারাই আমার আপনজন: সন্দীপন
- নারী মানেই ত্যাগ, এটাই সত্য: ফারজানা চুমকি
- ‘জেদই আমাকে যুদ্ধে যাওয়ার প্রেরণা যুগিয়েছে’
- একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প
- মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
- স্বাধীন বাংলার প্রথম গান তৈরি হয়েছিল ১৫ মিনিটে
- শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…
- আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম
- দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…
- আমাদের শোবিজে এখনো গল্পের বড় ঘাটতি: টনি ডায়েস
- স্বপ্নীল সজীব: সুমধুর কণ্ঠ আর গায়কির তরুণ এক শিল্পী…
- দেশের ১ম আন্তর্জাতিক নারী ধারাভাষ্যকারের এগিয়ে যাওয়ার গল্প
সারাবাংলা/এএসজি
কথোপকথন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জান্নাত আরা হেনরী টপ নিউজ ড. জান্নাত আরা হেনরী রবীন্দ্রসঙ্গীতশিল্পী সারাবাংলা সারাবাংলা কথোপকথন