Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মানবতাবাদী শিল্পীর পথচলা…

আশীষ সেনগুপ্ত
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:২০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৪

ড. জান্নাত আরা হেনরী– পেশায় রাজনীতিবিদ হলেও তার মূল পরিচয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী। বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত তিনি। পেয়েছেন অজস্র পুরস্কার। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ বেতারে এবং ২০০১ সাল থেকে বাংলাদেশ টেলিভেশনে বিশেষ মানের রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত তিনি।

দেশের প্রায় সব টিভি চ্যানেলের পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আমন্ত্রিত শিল্পী হিসেবে মুগ্ধ করেছেন শ্রোতাদের। শুধু গান নয়, গানের প্রচার ও প্রসারেও রয়েছে তার ভূমিকা। একজন সংগঠক হিসেবেও কাজ করে চলেছেন তিনি। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিরাজগঞ্জের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরী। যুক্ত রয়েছেন উদীচী, জেলা শিল্পকলা একাডেমি ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সঙ্গেও।

বিজ্ঞাপন

গানের মতোই তার ভালোবাসা মানুষের প্রতিও। তাই তো হেনরী নিজের হাতেই সাজিয়েছেন তার ভুবন। গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম ‘হেনরীর ভুবন’।

আজকের সারাবাংলা কথোপকথনে এই মানবতাবাদী শিল্পীর পথচলার গল্প…

https://youtu.be/DXk7km8hops

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন—

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

কথোপকথন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জান্নাত আরা হেনরী টপ নিউজ ড. জান্নাত আরা হেনরী রবীন্দ্রসঙ্গীতশিল্পী সারাবাংলা সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর