Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাড়পত্র’-এর প্রিমিয়ার এবার ঢাকায়

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১১

‘নারীর প্রতি সহিংসতা’ বিষয়ে তরুণ নির্মাতা অপরাজিতা সংগীতা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য ‘ছাড়পত্র’। ছবিটির প্রিমিয়ার হচ্ছে ‘১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এ। উৎসবের ২য় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ শো অনুষ্ঠিত হবে।

এর আগে বেলজিয়ামে জাতিসংঘ কর্তৃক আয়োজিত ‘বিশ্বজুড়ে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস’ ক্যাম্পেইনে ‘মানবতা কালেক্টিভ ভি জেড ডাব্লিউ’ এর আয়োজনে অনলাইনে ‘ছাড়পত্র’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

স্বল্পদৈর্ঘ্যটির মূল চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। আরও আছেন জয়িতা মহলানবীশ, নাফিস আহমেদ, বাবর আলী, বুলু বারী, পিংকী, শুভ্রা, ইভা, মারসাদ, সুপ্রভাত, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সিনহা এবং শিশুশিল্পী টিমটিম। ছাড়পত্র চলচিত্রের আবহ সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী। ‘ছবিটি প্রযোজনা করেছে সাত রঙ মিডিয়া।

ছবিটির শুরুতেই দেখা যাবে- স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবু নওশাবা তার স্বামী নাফিসকে ডিভোর্স দিতে চান। সে জন্য তিনি আইনজীবী জয়িতা মহলানবীশের চেম্বারে যান। আইনজীবী নানাভাবে প্রশ্ন করেও ডিভোর্স করার কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে অকস্মাৎ স্ক্রিণে আসে তনু, নুসরাত, রুপা, আয়েশা মণি, রত্না খাতুন, হযরত আলী-আয়েশা প্রমুখ। উঠে আসে দুই বছরের শিশু থেকে শতবর্ষী বৃদ্ধা, প্রতিবন্ধী, আদিবাসী, রোগী, অন্তঃসত্ত্বা নারী ধর্ষিত হওয়ার ঘটনা।

অপরাজিতা সংগীতা বলেন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ নানাভাবেই আমরা করে থাকি। আমার পেশাগত জায়গা থেকে এই ছবিটি নির্মাণ করেছি নারীর জন্য অনিরাপদ এই সমাজের বিরুদ্ধে চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদটা জারি রাখতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অপরাজিতা সংগীতা ছাড়পত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর