Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিকের প্রেমিকারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জানুয়ারি ২০২২ ১৮:৩০

বলিউডের সর্বকালের সুন্দর ও আকর্ষণীয় নায়কদের ইতিহাসে তর্কাতীতভাবে নিজের জায়গাটি পাকা করে নিয়েছেন যিনি- তিনি হৃত্বিক রোশন। বলা যায়, এইমুহূর্তে বলিউডে হ্যান্ডসাম নায়কদের তালিকায় তিনি সেরাদের সেরা। পাশাপাশি রয়েছে তার আকর্ষণীয় চেহারা। ৪৮ পার করে ফেলা এই নায়কের চেহারায় বয়স যে থাবা বসা পারেনি তা স্পষ্ট। এই বয়সেও হৃত্বিকের ফিটনেস এবং নিপুণ হাতে খোদাই করা ভাস্কর্য্যের মতো তার পেশীসুলভ চেহারা দেখে মুগ্ধ হননি এমন নারী-পুরুষ বিরল।

বিজ্ঞাপন
বেস্ট ফ্রেন্ড সুজান খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক

বেস্ট ফ্রেন্ড সুজান খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক

৪৮ পূর্ণ করে ৪৯-এর পড়া এই অভিনেতার আজ (১০ জানুয়ারি) জন্মদিন। খ্যাতির চূড়ায় পৌঁছেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে কতটা সুখে আছেন হৃত্বিক? বেস্ট ফ্রেন্ড সুজান খানকে বিয়ে করেছিলেন। দুই সন্তানের জন্মের পরও দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ডিভোর্স হয়ে গিয়েছে তাদের। আজ শুধুই কোপেরেন্টস এবং বন্ধু। কিন্তু দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে একাধিকবার প্রেমে পড়েছেন সহ নায়িকাদের। ছড়িয়েছে নানা গুজব। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রেম তো রীতিমতো স্ক্যান্ডালের পর্যায়ে পৌঁছে যায়। আইনি জটিলতার মুখোমুখিও হতে হয় হৃত্বিককে। কঙ্গনা রানাওয়াত তো একটা নাম। কেরিয়ারের বিভিন্ন সময়ে কয়েকজনের সঙ্গে প্রেমে পড়েছিলেন হৃত্বিক। তারমধ্যে একজন যদিও নায়িকা নন, তবে নাম শুনলে অবাক হতে হয়—

বিজ্ঞাপন
‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে তারা এক সঙ্গে ডেবিউ করবেন, এমনটাই কথা ছিল

‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে তারা এক সঙ্গে ডেবিউ করবেন, এমনটাই কথা ছিল

কারিনা কাপুর

সুপার ডুপার হিট ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে তারা এক সঙ্গে ডেবিউ করবেন, এমনটাই কথা ছিল। কিন্তু অভিষেক বচ্চনের সঙ্গে ‘রিফিউজি’ ছবিতে ডেবিউ করার সুযোগ আসায় হৃত্বিককে মাঝপথেই ছেড়ে চলে যান কারিনা কাপুর। কিন্তু সুরজ বরজাতিয়ার ছবি ‘ম্যা প্রেম কি ডিওয়ানা হু’ করতে গিয়েই তাদের প্রেম বাসা বাঁধে। একসঙ্গে কাজ করেছেন সুভাষ ঘাইয়ের ছবি ‘ইয়াদে’-তেও। তাদের ‘কভি খুশি কভি গম’ সুপারহিট। এরপর জমিয়ে প্রেম চলে বেশ কিছুদিন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি এই সম্পর্ক। আলাদা হয়ে যায় পথ।

নজর কেড়েছে তাদের রসায়ন

নজর কেড়েছে তাদের রসায়ন

প্রিয়াঙ্কা চোপড়া

এখন তিনি হলিউড ইন্ডাস্ট্রিতে। আর সেখানেই সুখে ঘর করছেন নিক জোনাসের সঙ্গে। কিন্তু বলিউডে থাকাকালীন একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তার। তাদের মধ্যে অন্যতম হৃত্বিক রোশন। কৃষ এবং অগ্নিপথ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। নজর কেড়েছে তাদের রসায়ন। যদিও প্রকাশ্যে কোনওদিনই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি হৃত্বিক বা প্রিয়াঙ্কা কেউই।

বারবারা মোরির সঙ্গে দুরন্ত প্রেমের প্রভাব পড়েছিল বিবাহিত জীবনে

বারবারা মোরির সঙ্গে দুরন্ত প্রেমের প্রভাব পড়েছিল বিবাহিত জীবনে

বারবারা মোরি

বারবারা মোরির সঙ্গে হৃত্বিকের দুরন্ত প্রেমের প্রভাব পড়েছিল তার বিবাহিত জীবনেও। কাইটস ছবির শুটিংয়ের সময়ে বারবারা মোরি ও হৃত্বিকের সম্পর্ক তৈরি হয়। পরিস্থিতি এমনই জটিল হয়ে ওঠে, যে সুজান খানকে প্রায় প্রতিদিনই শুটিং ফ্লোরে ডাকতেন রাকেশ রোশন। তবে ছবির মুক্তির পর এই সম্পর্কে ভাটা পড়ে।

সালমান খানের হস্তক্ষেপে শেষ হয়ে যায় হৃত্বিক-ক্যাটের প্রেম পর্ব

সালমান খানের হস্তক্ষেপে শেষ হয়ে যায় হৃত্বিক-ক্যাটের প্রেম পর্ব

ক্যাটরিনা কাইফ

ব্যাং ব্যাং ছবির পরই হাওয়ায় খবর ভাসতে থাকে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ এবং হৃত্বিক রোশন। এমনকি কঙ্গনা রানাওয়াতও জানিয়েছিলেন তার সম্পর্ক ভাঙার মূলে রয়েছেন ক্যাটরিনা। পরে অবশ্য সালমান খানের হস্তক্ষেপে শেষ হয়ে যায় হৃত্বিক-ক্যাটের প্রেম পর্ব।

অমিতাভ কন্যার সঙ্গে ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক হৃত্বিকের

অমিতাভ কন্যার সঙ্গে ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক হৃত্বিকের

শ্বেতা বচ্চন

অমিতাভ কন্যার সঙ্গে ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক হৃত্বিক রোশনের। এমন কি ফ্যামিলি ফ্রেন্ডসও তারা। একটা সময়ে শোনা গিয়েছিল শ্বেতার সঙ্গেও নাকি মনে দেওয়া নেওয়া হয়েছিল। কিন্তু তা বেশি দূর গড়ায়নি। পরবর্তী সময়ে তারা বন্ধু হয়েই থেকে গেছেন।

হৃত্বিককে আইনি নোটিশও পাঠিয়েছিলেন কঙ্গনা

হৃত্বিককে আইনি নোটিশও পাঠিয়েছিলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত

বলিউড ইন্ডাস্ট্রিতে হৃত্বিক-কঙ্গনার প্রেমপর্ব ছিল অন্যতম চর্চিত বিষয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর হৃত্বিক রোশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন কঙ্গনা রানাওয়াত। জানান, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তাকে নাকি দিনের পর দিন ঠকিয়েছেন হৃত্বিক রোশন। হৃত্বিককে আইনি নোটিশও পাঠিয়েছিলেন কঙ্গনা। কাইটস এবং কৃষ ৩ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বলিউডের এই দুই তারকা।

ভারতীয় গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/এএসজি

কঙ্গনা রানাওয়াত কারিনা কাপুর ক্যাটরিনা কাইফ প্রিয়াঙ্কা চোপড়া বারবারা মোরি শ্বেতা বচ্চন হৃত্বিক রোশন হৃত্বিকের প্রেমিকারা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর