Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঝরাপাতা’য় মনি চৌধুরী


৪ জানুয়ারি ২০২১ ১৫:৪৫

পরিচালক হিরু খান নির্মাণ করেছেন ‘ঝরাপাতা’। নাঈমের বিপরীতে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনি চৌধুরী। তাদের সঙ্গে রয়েছেন অপর্না ঘোষ।

‘ঝরাপাতা’ নাটকে মনি চৌধুরী একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে নাঈম একজন পরিচালক। গত ২ ও ৩ জানুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে।

প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

মনি বলেন, বছরের শুরুতেই বেশ ভালো একটি গল্পের নাটকে কাজ করলাম। আশা করছি দর্শকদের ভাল লাগবে।

‘ঝরাপাতা’ চ্যানেল আইয়ে আগামী ৬ জানুয়ারি প্রচারিত হবে।

মনি চৌধুরী একজন ডাক্তার। পাশাপাশি তিনি অভিনয় ও উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন। তিনি দীপু হাজরা পরিচালিত ‘অরূপার গল্প’, ‘গেইম অব লাইফ’ ও ‘সেদিন কি ঘটেছিল’ নাটকগুলোতে অভিনয় করেছেন। এছাড়া একুশে টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘হেলদি লাইফ’ নিয়মিত উপস্থাপনা করছেন।

ঝরাপাতা মনি চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর