সমসাময়িক গল্পের ‘হায়দার’
৩১ ডিসেম্বর ২০২০ ১৮:২১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৭
তরুণ নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করছেন ‘হায়দার’। এর গল্প আবর্তিত হয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে। ইতোমধ্যে টানা ১৪ দিন কাজ করে শুটিং শেষ করা হয়েছে ওয়েব সিনেমাটির।
‘হায়দার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি লিখেছেন রুবেল আনুশ। প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ।
আনুশ সারাবাংলাকে ছবিটি নিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা অবলম্বনে আমরা ছবিটির চিত্রনাট্য করেছি। পাশাপাশি একজনের জীবনের জার্নিটা দেখানো হয়েছে।
ছবির শুটিং হয়েছে আখাউড়া, আশুগঞ্জ, কেরানিগঞ্জ ও ভৈরবে। আগামী বছরের ১ বৈশাখে ছবিটি মুক্তির পরিকল্পনা রুবেলের। প্রযোজনা করেছে ছবি ঘর।
এ ছবিটি ছাড়া রুবেল পরিচালিত আরও ২টি ছবি ২০২১ সালে মুক্তি পাবে—‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও ‘পাপনামা’।