Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে শাবনূরের ইউটিউব চ্যানেল


১৭ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫

দেশের অনেক নায়ক-নায়িকা, গায়ক-গায়িকার ইউটিউব চ্যানেল রয়েছে। এর সবশেষ সংযোজন শাকিব খান। তাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন নব্বই ও শূন্য দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সারাবাংলাকে এমনটাই জানিয়েছেন শাবনূরের ছোট বোন ঝুমুর।

অস্ট্রেলিয়া থেকে ফোনে শাবনূরের বোন সারাবাংলাকে বলেন, দেশে বিদেশে শাবনূরের লাখ লাখ ভক্ত। অনেক বছর সে অভিনয়ে অনিয়মিত। কিন্তু তারা এখনও তাকে দেখতে চায়, তার কাজ দেখতে চায়। তাই শাবনূর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব চ্যানেল খোলার।

বিজ্ঞাপন

কবে নাগাদ চ্যানেলটির কাজ শুরু হবে? ‘আগামী বছরের শুরুতে ওর (শাবনূর) ইচ্ছে আছে চ্যানেলটি শুরু করার’— বলেন ঝুমুর।

চ্যানেলটিতে শাবনূর হয়ত তার নিত্য দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। তার পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিবেন। আপাতত চ্যানেল নিয়ে এ হচ্ছে শাবনূরের পরিকল্পনা।

বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এবং টিকা দেওয়া শুরু হলেই দেশে আসবেন শাবনূর। ঝুমুর বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে বাইরে যাওয়া এখন বেশ কষ্টসাধ্য ব্যাপার। সরকারের অনুমতি লাগে। করোনার টিকা নেওয়া ছাড়া বাংলাদেশে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না।’

চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। দেশে ফিরে এসব নিয়ে কাজ শুরু করবেন বলে জানালেন ঝুমুর।

১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। এ দিনটায় তার পরিচিত বন্ধু-বান্ধবরা তাকে ফুল, কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার মন খুব একটা ভালো না বলে জানালেন ঝুমুর। তিনি বলেন, শাবনূরের ছেলে আইজানের তিন-চার দিন আগে টনসিল অপারেশন হয়েছে। তাই ছেলেকে নিয়ে বেশ চিন্তিত সে।

ইউটিউব চ্যানেল শাবনূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর