Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসের নাটক ‘মুক্তি’


১৩ ডিসেম্বর ২০২০ ১৬:০৭

বিজয় দিবস উপলক্ষে শফিউল আলম বাবু নির্মাণ করেছেন ‘মুক্তি’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, সিফাত, সাইফ মাহমুদ, ইশরাক আফ্রিদ অন্তিক ও শফিউল আলম বাবু।

 ‘মুক্তি’র গল্পে দেখা যায়, অন্ধকার ঘরে একা একা বসে থাকে মেঘনা। লোহার শিক দেয়া জানালার বাইরে চাদের আলো। কড়িডোরে বুটের শব্দ। বুটের শব্দটা এসে থেমে যায় দরজায়। তারপর ক্যাচক্যাচ করে দরজাটা কেউ খোলে। হ্যাজাক লাইটের আলো এসে পড়ে মেঘনার ভীত সন্ত্রস্ত চেহারায়।  এই স্বপ্ন দেখে মেঘনার ঘুম ভাঙে। একটা সিনেমায় শুটিং চলছে এখানে। মেঘনা জনপ্রিয় অভিনেত্রী।

বিজ্ঞাপন

শুটিং লোকেশনের পাশে একটা বাড়িতে মেঘনার থাকার ব্যবস্থা। ছবিতে মেঘনা একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছে। তাকে নিয়েই গল্প। অথচ চরিত্রের অনুভুতিটা ধরতে পারছে না সে। পরিচালক বার বার বলছিলো, অপমানিত চেহারায় অসহায় এক ধরনের ক্রোধ চাই মেঘনা। মেঘনা সেটা পারছিলো না। ঘুম ভাঙতেই প্রোডাকশন ম্যানেজার এসে তাড়া দেয়। এগোতে থাকে নাটকের গল্প।

এটিএন বাংলায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘মুক্তি’।

বিজয় দিবসের নাটক মুক্তি

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর