করোনায় আক্রান্ত সালমান শাহের নায়িকা শিল্পী
৩০ নভেম্বর ২০২০ ১৪:২৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৫:৪০
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। বললেন, ‘শনিবার করোনা পরীক্ষায় আমি, আমার স্বামী আলমগীর ইকবাল ও দুই সন্তানের পজিটিভ ধরা পড়েছে। আমরা কোথাও বের হই না। পুরো লকডাউন ঘরের ভিতরে।’
বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন ‘প্রিয়জন’-খ্যাত এই অভিনেত্রীর পরিবারের সদস্যরা। গণমাদ্যমে শিল্পী বললেন, ‘দেশে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। এরপরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) কভিড-১৯ পরীক্ষা করাই। আমাদের চার জনের রিপোর্ট পজেটিভ আসছে।’ সবার কাছ থেকে দোয়া চেয়ে শিল্পী আরও বললেন, ‘আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি শিল্পী। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে সিনেমা উপহার দিয়েছেন শিল্পী। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে অনন্য এক পালক যোগ করেছে।