Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়করাজের পরিবারে করোনা


২৪ নভেম্বর ২০২০ ১৪:৫৭

কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনাভাইরাস হানা দিয়েছে। নায়করাজের স্ত্রী লক্ষ্মী ব্যতীত বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদের পরিবার থেকে জানা হয়, গত ১৯ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষা করলে তার ফল পজেটিভ আসে।

সম্রাট বলেন, আম্মা (খায়রুন্নেছা লক্ষ্মী) বাদে আমাদের দুই ভাইয়ের পরিবারের সবার করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সবাই ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি। সব ঠিক থাকলেও শরীর বেশ দুর্বল।’

নায়করাজের স্ত্রী আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় আছেন। ভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ পরিবার থেকে জানানো হয়েছে।

ব্যক্তিজীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তাঁরা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট। বাবার মতো সিনেমার পর্দায় নাম লিখিয়েছেন বাপ্পারাজ ও সম্রাট।

করোনাভাইরাস নায়করাজ রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর