Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুমি দমে দম’ গানের সেলিব্রেশন


২৫ অক্টোবর ২০২০ ১৬:০০

সঙ্গীতশিল্পী সাব্বির নাসির ‘হর্ষ’, ‘ফুল ফোটাব’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’গানগুলো দিয়ে বেশ আলোচনায় এসেছেন। চলতি মাসে তিনি প্রকাশ করেন ‘তুমি দমে দম’। গানটির মিউজিক ভিডিও ইউটিউবে মাত্র দুই সপ্তাহে ১ মিলিয়ন ভিউ হয়েছে। সে সফলতায় উদযাপন করলেন তিনি।

গুলশানের এক রেস্তোরাঁয় হয় এ সফলতার উদযাপন অনুষ্ঠান। সাব্বির নাসির বলেন, গানটির সফলতার পেছনের গল্পে আমি একা না, টিমের সকলের অবদান ছিল। চেষ্টা করেছি  এ গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে। গানটি শ্রোতাদের ভালোলেগেছে, সেই সঙ্গে ভিডিওচিত্রটিও সকলে পছন্দ করছেন। তাই মনে হলো ছোট্র একটা সেলিব্রেশন হতেই পারে।

বিজ্ঞাপন

শ্রোতাদের জন্য আবার নতুন গান নিয়ে খুব শিগগিরই হাজির হবেন বলেও জানান তিনি।

‘তুমি দমে দম’ বান্দরবান শহরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। মিউজিক কম্পোজ করেছেন জাহিদ নিরব। বাঁশিতে ছিলেন জালাল এবং গিটারে তামজিদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

তুমি দমে দম সাব্বির নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর