Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিঁথির অতিথি’তে কবিতা কৃষ্ণমূর্তি


২৩ অক্টোবর ২০২০ ১৪:৫৩

সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘সিঁথির অতিথি’। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ১১টায় প্রচার করা হয়। এ শনিবারের (১৭ অক্টোবর) পর্বে অতিথি হিসেবে থাকবেন বরেণ্য সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি গান পরিবেশন করবেন কবিতা কৃষ্ণমূর্তি। এছাড়া কথা বলবেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের এক কথায় উত্তর এবং হ্যাঁ-না উত্তর।

বিজ্ঞাপন

গান, আড্ডা আর মজার প্রশ্নোত্তর পর্ব দিয়ে সাজানো হয় ‘সিঁথির অতিথি’। এতে অতিথি হিসেবে থাকছেন দেশ-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। করোনা পরিস্থিতির কারণে স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে  অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তারা। ইতোমধ্যে অনুষ্ঠানটির তিনটি পর্ব প্রচারিত হয়েছে। এসব পর্বে অতিথি হিসেবে ছিলেন বাপ্পা মজুমদার, কনা এবং ভারতের রাঘব চট্টোপাধ্যায়।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুল ইসলাম।

কবিতা কৃষ্ণমূর্তি সিঁথি’র অতিথি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর