Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশের পরিচালনায় মিউজিক ভিডিও


১২ অক্টোবর ২০২০ ১৮:৪৪

নির্মাতা হতে এসে জনপ্রিয় অভিনেতা হয়ে যাওয়া জিয়াউল হক পলাশ এবার একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। ‘নিজের জন্য’ শিরোনামের গানটির সুর ও কণ্ঠ জুনায়েদ ইভান। গানটি ব্যান্ডদল ‘অ্যাশেজ’-এর ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের গান।

মানুষ তার প্রতিভা বিকাশের জন্য ভাবে এভাবে পথ চললে ভালো হবে। কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয়েছে। চলার পথে কোনো একসময় মানুষকে ফেলে আসা সত্তার মুখোমুখি হতে হয়। এমনই গল্পে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। গেল মার্চে তিনদিন চট্টগ্রামে এর শুটিং হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) ভিডিওটি প্রকাশ পেয়েছে। পলাশ বলেন, ‘ভিডিওটি প্রকাশের পর অনেক বড় বড় মিউজিশিয়ানরা ফোন করে প্রশংসা করেছে। এটা সত্যি আমার জন্য বড় পাওনা।’

জিয়াউল হক পলাশ বর্তমানে কাজল আরেফিন অমির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। তবে অমির ‘ট্যাটু’ নাটকে তিনি অভিনেতা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। একই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে এসেছে।

তিনি পরিচালক হিসেবে নির্মাণ করেছেন ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নাটকগুলো।

জিয়াউল হক পলাশ মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর