Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সপ্তাহের নাটক ‘লাভ বাইটস’


৮ অক্টোবর ২০২০ ১৪:১৯

একসময় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হতো এই সপ্তাহের নাটক। বেশ জনপ্রিয়তা পেতো নাটকগুলো। সে ধারাবাহিকতায় দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্তে শুরু হচ্ছে এই সপ্তাহের নাটক।

চ্যানেলটি জানিয়েছে, প্রতি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে একক নাটকগুলো প্রচার করা হবে। নাটকের গল্পে প্রধান্য দেওয়া হবে তরুণ প্রজন্মের রম্য-রোমান্টিকতার সব গল্প।

শুরুর শুক্রবার (৯ অক্টোবর) রাতে প্রচারিত হবে ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘লাভ বাইটস’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, তাসনিয়া ফারিন, সাব্বির, অর্ণব।

এর গল্পে দেখা যায়, নওশীন ও নিলয়ের এক বছর দশ মাস দশ দিনের ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদ করে নিলয়। কিন্তু নওশীন তা মেনে নিতে পারে না। সম্পর্ক ঠিক করতে নওশীন সাহায্য নিতে যায় রেডিওর আরজের। আরজে নওশীনকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। আরজে তাদের সম্পর্ক ঠিক করার পরার্মশ দিতে গিয়ে নানা রকমের উল্টাপাল্টা কাজ করে। সে নওশীনকে বুঝাতে চায় নিলয় তাকে পছন্দ করে না, কিন্তু নওশীন নিলয়কেই ভালোবাসে। শেষ পর্যন্ত নওশীন কাকে ভালোবাসে?

তৌসিফ মাহমুদ লাভ বাইটস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর